মালদা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে, পুরাতন মালদায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান

পুরাতন মালদার বাণী ভবন টাউন লাইব্রেরীর সদস্যদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান সুবীর কুমার সাহা। এছাড়াও বাচামারি লাইব্রেরিয়ান সঞ্জয় কুমার দাশগুপ্ত সহ অন্যান্যরা হাজির ছিলেন বলে জানা যায়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকার ক্ষুদেরা নাচ-গান-আবৃত্তি সহ নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করে রবীন্দ্র নজরুল মঞ্চ মুখরিত করে। 

এবিষয়ে লাইব্রেরিয়ান সুবীর কুমার সাহা জানান, এদিনের অনুষ্ঠানে নাচ, গান, আবৃতি পাঠের মধ্য দিয়ে প্রায় ৪০ জন ছেলেমেয়ে তাদের প্রতিভা দেখিয়েছে। আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও বড় করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/GeTc2WVLS8Q